rhtech

ফাইভার আইপি সমস্যার সমাধান- FIVERR IP PROBLEM

ফাইভার নিয়ে সচারাচর পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ১০টি প্রশ্ন ও তার উত্তর।

প্রশ্ন-১: রিয়েল আইপি (Real IP) নেওয়া কি বাধ্যতামূলক?

উত্তর : না। রিয়েল আইপি নেওয়া মোটেও বাধ্যতামূলক নয়। তবে সুযোগ থাকলে সম্পূর্ণভাবে নিরাপদ থাকার জন্য, আপনি চাইলে রিয়েল আইপি (Real IP) নিতে পারেন।

প্রশ্ন-২: আমার ইন্টারনেটের আইপি (IP) কিভাবে চেক করবো?

উত্তর : গুগলে গিয়ে সার্চ করবেন “What is my IP” লিখে। তাহলে যেই আইপিটা দেখতে পাবেন। সেটাই আপনার ইন্টারনেটের আইপি। আরও কিছু সাইট রয়েছে যেগুলো দিয়ে আইপি চেক করা যায়।

প্রশ্ন-৩ : আমার ISP বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমাকে রিয়েল আইপি দিয়েছে কিনা। কিভাবে বুঝবো?

উত্তর : আপনি যদি রিয়েল আইপি নিয়ে থাকেন, তাহ লে আপনাকে যে আইপিটা দেওয়া হবে সেই আইপি দিয়েই আপনার রাউটার কনফিগার করা হবে। গুগলে “What is my IP” লিখে সার্চ দিলে একই আইপি শো করবে। যদি আপনার রাউটারের ভেতরে দেওয়া আইপি এবং গুগলে পাওয়া আইপি না মিলে, তাহলে বুঝতে হবে এটা রিয়েল আইপি না।

প্রশ্ন-৪: মোবাইল ডাটা দিয়ে পিসিতে ফাইভার একাউন্ট করলে কি ওয়াইফাই দিয়ে ব্যাবহার করলে কোন সমস্যা হবে?

উত্তর : মোবাইল ডাটা দিয়ে পিসিতে ফাইভার একাউন্ট করলে ওয়াইফাই দিয়ে ব্যাবহার করলে কোন সমস্যা হবে না। আমি নিজে মোবাইল ডাটা দিয়ে পিসিতে ফাইভার একাউন্ট করে এখন ওয়াইফাই দিয়ে ব্যাবহার করছি কোন সমস্যা নেই।

প্রশ্ন-৫: আমি কি এক সাথে মোবাইল এবং কম্পিউটারে আমার ফাইভার আইডি ব্যাবহার করতে পারব?

উত্তর : জ্বি একই সাথে আপনি মোবাইল এবং কম্পিউটারে ফাইভার একাউন্ট লগইন করে রাখতে পারবেন, যদি একের অধিক একাউন্ট না হয়।
fiverr ip problem

প্রশ্ন-৬: আমি পিসিতে ব্রডব্যান্ড ব্যবহার করি এবং বাসায় থাকলে মোবাইলেও ব্রডব্যান্ড ব্যবহার করি। কিন্তু বাহিরে গেলে মােবাইল ডাটা ব্যবহার করি এতে কি কোন সমস্যা হবে?

উত্তর : না। এক্ষেত্রে কোন সমস্যা হবে না আপনার অ্যাকাউন্টের। আপনি নিচিন্তায় ব্যাবহার করতে পারেন।

প্রশ্ন-৭: আমি আমার ব্রডব্যান্ড ইন্টারনেটের লাইন পরিবর্তন করব এতে কি কোন সমস্যা হবে?

উত্তর : ব্রডব্যান্ড ইন্টারনেটের লাইন পরিবর্তন করলে এক্ষেত্রে আপনার আইপিও পরিবর্তন হচ্ছে, সেটা হোক রিয়েল অথবা শেয়ার আইপি। এক্ষেত্রে আপনি নিজের সুরক্ষার জন্য ফাইভার সাপোর্টে একটি মেসেজ দিয়ে রাখতে পারেন যে, আপনি আপনার ইন্টারনেট লাইন পরিবর্তন করছেন। যদিও এটা জরুরী নয়, কিন্তু এটা করলে আপনি নিরাপদ থাকবেন। আমি নিজে ফাইভারকে এমনটা জানিয়েছিলাম লাইন পরিবর্তনের আগে এবং তারা বলেছে তাদের সিস্টেম হয়তো অ্যালগরিদম এর উপরে নির্ভর করে একাউন্ট ব্যান করলে করতেও পারে। কিন্তু যেহেতু আমি তাদেরকে জানিয়েছি, তাই যদি আমার একাউন্ট ব্যান হয়, তাদের সাথে পূনরায় যোগাযোগ করতে বলেছে। তারা অ্যাকাউন্ট ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, তাদেরকে জানালে আপনি নিরাপদ থাকবেন।

প্রশ্ন-৮: কোন মার্কেট অথবা পাবলিক প্লেসে গিয়ে যদি যদি ফ্রি ওয়াইফাই ব্যাবহার করি এবং সেই একই ওয়াইফাইতে অন্য কোন ফাইভার ব্যবহারকারী থেকে থাকে, তাহলে কি কোন সমস্যা হবে?

উত্তর : ফাইভার অত্যন্ত স্মার্ট। তারা একটি ইন্টারনেট আইপি থেকে আপনি কতবার লগইন করলেন বা আপনি সবসময় যে লােকেশন থেকে ব্যবহার করেন। সেটাই আপনার পার্মানেন্ট নাকি পাবলিক ওয়াইফাই পারমানেন্ট এসব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে পাবলিক ফ্রি ওয়াইফাই ব্যাবহার করলেও আপনার কোন সমস্যা হবে না। এমনকি ওই ওয়াইফাইতে অন্য কোন ফাইভার ব্যবহারকারী থাকলে তাতেও আপনার কোন সমস্যা হবে না।

প্রশ্নঃ-৯ : পাবলিক ওয়াইফাই অথবা বন্ধুর ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করা দরকার হলে ফাইভারের বিষয়টি নিরাপদ রাখবাে কিভাবে?

উত্তর : যদি সময় বিশেষ এমনটা দরকার পড়ে তাহলে এসব ওয়াইফাই এর সাথে কানেক্ট হওয়ার আগে, ফাইভার এ্যাপ থেকে লগ আউট করে নিন। এ্যাপ এর মেনু থেকে সেটিংসে গেলে লগ আউট অপশন পাবেন।

প্রশ্ন-১০: আমি মোবাইল ডাটা অথবা মডেম দিয়ে ফাইভার ব্যবহার করি। কোন সমস্যা আছে?

উত্তর : যারা মোবাইলের ডাটা অথবা মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন। তাদের ভয়ের কোন কারণ নেই। প্রতিবার ইন্টারনেট কানেকশন বন্ধ এবং অন হওয়ার সাথে সাথে আপনাদের আইপি নিয়মিত পরিবর্তন হয়।

Recent Posts:

Comments:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *