rhtech
freelancing

ফ্রিল্যান্সিং এ ব্যর্থ হওয়ার প্রধান ৭টি কারণ এবং সমাধান

আসসালামু আলাইকুম, আমি আর এইচ রাসেল, সিইও RH TECH, আজকের এই ব্লগে আপনারা জানতে পারবেন কোন ৭ কারণে আমরা ফ্রিল্যান্সিং এ ব্যর্থ হচ্ছি।

#01 Shiny Object Syndrome

মনে করেন আপনি কোথাও দেখেছেন কেউ একজন ডাটা এন্ট্রি ও লিড জেনারেশন কাজ শিখে একটি অনলাইন মার্কেটপ্লেস যেমন ফাইভার বা আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করে অনেক ভালো উপার্জন করছে।

এখন আপনিও স্বপ্ন দেখছেন বা আপনার অনেক ইচ্ছে উপার্জন করবেন ডাটা এন্ট্রি ও লিড জেনারেশন শিখে। আপনি শেখা শুরু করলেন এবং ধরে নিচ্ছি আপনি ১-২ মাস এই বিষয় নিয়ে স্কিল ডেভেলপ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই সময়ে হঠাৎ একদিন আপনার বন্ধুর মাধ্যমে জানতে পারলেন অথবা ফেসবুকে স্ক্রোল করতে করতে আপনার সামনে আসলো ডিজিটাল মার্কেটিং শিখে সহজে অনেক বেশী টাকা ইনকাম করা যায়। এখন খুব বেশী চিন্তা ভাবনা না করে ডাটা এন্ট্রি ও লিড জেনারেশন শেখা বাদ দিয়ে ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করলেন।

এখন আপনি মনোযোগ দিয়ে ডিজিটাল মার্কেটিং শিখছেন। কিছুদিন পর হয়তো আপনি ইউটিউবের কোন অ্যাড বা কারোও মাধ্যমে জানতে পারলেন গ্রাফিক্স ডিজাইনের ব্যাপারে। ডিজিটাল মার্কেটিং যতটা সহজ ভেবেছিলেন হয়তো এতোটা সহজ না এখন আপনি এই পর্যায়ে এসে আবার গ্রাফিক্স ডিজাইন শেখার চিন্তা করছেন।

“Shiny Object Syndrome” আপনার মাঝে রয়েছে এইজন্য মূলত আপনি এমনটা করছেন। অসংখ্য স্টুডেন্ট অনলাইন থেকে কোন টাকা পয়সা আয় করতে না পারার অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে এটি।

আপনার সামনে সবসময় অনলাইনে সহজে ইনকাম করা বা অমুক ক্যাটাগরি নিয়ে যদি কাজ করেন তাহলে অল্প সময়ে ভালো করতে পারবেন এই ধরনের বিজ্ঞাপন আপনি প্রতিনিয়ত দেখবেন। এইগুলো দেখে যদি আপনি ঘন ঘন ক্যাটাগরি পরিবর্তন করেন তাহলে শুধুমাত্র আপনার টাকা এবং সময়ের অপচয় হবে। এই ব্যাপারটা সব সময় মাথায় রাখবেন।

সমাধানঃ

# কোন একটি ক্যাটাগরিতে যখন আপনি এক্সপার্ট হওয়ার চিন্তা করবেন মিনিমাম যে সময় দেওয়ার দরকার সেটা দিতে হবে। যেমনঃ ডাটা এন্ট্রি ও লিড জেনারেশন শিখে অনলাইনে ইনকাম করার জন্য মিনিমাম ৬ মাস – ১ বছর সময় হাতে নিয়ে শুরু করা উচিৎ।

# অনলাইন থেকে দ্রুত ইনকাম করার জন্য কিছুদিন পর পর ক্যাটাগরি পরিবর্তন করবেন না। যে কোন একটি ক্যাটাগরি নিয়ে যদি নিয়মিত চেষ্টা করে যেতে পারেন তাহলে ঐ ক্যাটাগরিতে ভালো করার সম্ভাবনা থাকবে।

#02 Unrealistic Expectations

আপনি চিন্তা করছেন ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে ৫০,০০০ টাকা উপার্জন করবেন। হয়তো আপনি কোন বিজ্ঞাপনে দেখেছেন এর থেকেও বেশী কেউ একজন ইনকাম করছে।

হাঁ এটা সত্য যে ফ্রিল্যান্সিং করে এর থেকেও অনেক বেশী টাকা ইনকাম করা যায় কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে ঐ অবস্থানে যাওয়ার জন্য আপনাকে বছরের পর বছর স্টাডি করার প্রয়োজন হতে পারে। আপনি একজনের সাফল্য দেখছেন কিন্তু ঐ মানুষটি সফল হওয়ার জন্য কি পরিমান স্ট্রাগল করেছে সেটা হয়তো চিন্তা করছেন না বা দেখছেন না।

আপনি আজকে শুরু করে ১ মাস পর থেকেই লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করার চিন্তা করতে পারেন না। যদি এটা সম্ভব হতো তাহলে আপনার আশেপাশের সবাই সবকিছু বাদ দিয়ে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতো। সবাই কি এটা করছে?

না, করছে না। এর মানে হচ্ছে আপনি আজকে শুরু করে আগামীকালকেই রেজাল্ট আশা করতে পারেন না। আমি অনলাইনে এখন পর্যন্ত এমন কোন উপায় খুঁজে পায়নি যেটার মাধ্যমে খুব সহজে অল্প সময়ে আপনি প্রতি মাসে লক্ষ টাকা উপার্জন করতে পারবেন।

সমাধানঃ

# মিনিমাম ৬ মাস – ১ বছর সময় নিয়ে কোন একটি ক্যাটাগরিতে স্টাডি করবেন।

৬ মাস পর প্রতি মাসে আপনার লক্ষ টাকা নাও ইনকাম আসতে পারে। হয়তো শুরুতে আপনার ১০-১৫ হাজার টাকা প্রতি মাসে ইনকাম শুরু হবে। তারপর ধীরে ধীরে এটা বাড়বে যদি আপনি ধৈর্য ধরে নিয়মিত কাজ করে যেতে পারেন।

#03 Consistency

আপনি যে কোন একটি ক্যাটাগরিতে এক্সপার্ট হওয়ার জন্য প্ল্যান করবেন। একসাথে অনেক কিছু চেষ্টা করতে যাবেন না তাহলেই কিছুই হবে না।

প্রতিদিন কিছুনা না কিছু শেখার চেষ্টা করতে হবে। আজকে সারাদিন স্টাডি করলেন কিন্তু তারপর ১ সপ্তাহ কিছুই করলেন না এমন করা যাবে না।

নিয়মিত আপনাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে তাহলে একটি নির্দিষ্ট সময়ের পর আপনি আপনার গন্তব্যে পোঁছাতে পারবেন।

সমাধানঃ

# ধারাবাহিকতা অনেকে বজায় রাখতে পারে না এটি কমন একটি সমস্যা। কম বেশী সবাই ফেস করে থাকে। আপনাকে প্রতিনিয়ত নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে। প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে নিজেকে একটি প্রশ্ন করবেন আজকের দিনের ২৪ ঘণ্টা আপনার জীবন থেকে চলে গেল কি করেছেন আপনার ক্যারিয়ারের জন্য বা আপনার পরিবারের জন্য।

# যে ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করবেন সেটাতে ১০০% ফোকাস থাকার চেষ্টা করবেন এবং যত কষ্ট বা ফ্রাস্টেশান আসুক না কেন লেগে থাকার চেষ্টা করবেন।

#04 Take No Action

অনলাইনে আপনি ইনকাম করতে চাচ্ছেন এটা চিন্তা করা খুব সহজ। কিন্তু কোন একটি বিষয়ে স্কিল্ড হয়ে ক্লাইন্টদের সাথে প্রপারলি কাজ করে ইনকামে আসা মোটেও সহজ ব্যাপার না।

আপনি চাচ্ছেন ডাটা এন্ট্রি ও লিড জেরেশন নিয়ে ক্যারিয়ার গড়ার জন্য। প্রতিদিন আপনি আর্টিকেল পড়ছেন, ইউটিউব এ ভিডিও দেখছেন কিন্তু প্র্যাকটিস করছেন না তাহলে আপনি কখনো এই সেক্টরে ভালো করতে পারবেন না।

আপনি যদি ডাটা এন্ট্রি ও লিড জেরেশন শিখে ইনকাম শুরু করতে চান প্র্যাকটিস করা শুরু করতে হবে এখন থেকেই। আগামীকাল শুরু করবেন বা কিছুদিন পর থেকে শুরু করবেন চিন্তা করছেন দেখা যাবে আপনার আর শুরু করাই হচ্ছে না।

সমাধানঃ

সকালে শুরু করবো বা আগামীকাল থেকে ভালো করে কাজ করা শুরু করবো এই ধরনের চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। এখন থেকে কাজ করা শুরু করুন জীবনে পরিবর্তন আসবেই সময়ের সাথে সাথে। স্কিল্ড হয়ে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করুন।

আপনি হয়তো অলসতা করে শুরুই করছেন না, অন্যদিকে আপনার পরিচিত একজন দেখবেন শুরু করে ভালো অবস্থানে চলে যাচ্ছে।

#05 Comfort Zone

অনলাইনে বা অফলাইনে যেভাবে আপনি ক্যারিয়ার গড়তে আগ্রহী হোন না কেন অবশ্যই আপনাকে কোমফোরট জোন থেকে বের হয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।

ধরুন আপনি একটি জব করতে চাচ্ছেন। জবে এপ্লাই করা জন্য আপনাকে নিয়মিত জব সার্কুলার চেক করতে হবে, এপ্লাই করতে হবে এবং ইন্টার্ভিউ দিতে হবে। এখন আপনি ইন্টার্ভিউ না দিয়ে যদি ঘরে বসে মুভি দেখেন তাহলে কি আপনি জব পাবেন, পাবেন না এটাই স্বাভাবিক।

এখন আপনি অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু কষ্ট করে কোন একটি বিষয় শেখা বা প্র্যাকটিস যদি করতে না পারেন তাহলে আপনি ইনকাম আশা করতে পারেন না।

সমাধানঃ

কম্পিউটার নিয়ে যখন কোন বিষয় নিয়ে আপনি স্টাডি করবেন বোরিং লাগবে এটাই স্বাভাবিক। নিয়মিত কাজ করতে করতে কাজের প্রতি দেখবেন এক সময় ভালোবাসা তৈরি হবে তখন আর বোরিং লাগবে না। ঐ পর্যন্ত আপনাকে কষ্ট করে নিজেকে পুশ করতে হবে ভালো না লাগলেও নিয়মিত চেষ্টা চালিয়ে যেতে হবে।

#06 Quick Money

ইউটিউব বা ফেসবুকে আপনি হয়তো খুব দ্রুত সময়ে টাকা পয়সা আয় করার লোভনীয় বিজ্ঞাপন দেখেছেন। ইন্টারনেটে সবচেয়ে বেশী মানুষ জন খুঁজে কিভাবে সহজে অনলাইনে ইনকাম করা যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে সহজে অনলাইন থেকে টাকা পয়সা উপার্জন করা যায় না।

আপনি যদি কোন ব্যাংকেও টাকা ফিক্সড করে রাখেন নির্দিষ্ট সময় যাওয়ার পর আপনি কিছু মুনাফা পাবেন। ব্যাংকে টাকা রাখলেই কিছুদিন পর সেটা ডাবল হয়ে যায় না।

অনলাইনে যখন আপনি কিছু করার চেষ্টা করবেন প্রসেসটা স্লো হবে। স্টেপ বাই স্টেপ আপনাকে আগাতে হবে যদি তাড়াহুড়া করেন তাহলে শুধুমাত্র সময় এবং টাকার অপচয় হবে।

সমাধানঃ

# দ্রুত টাকা ইনকামের চিন্তা বাদ দেন। কাজ শুরু করুন এবং নিয়মিত চেষ্টা চালিয়ে যান যখন আপনি টাকা ইনকামের জন্য যোগ্য হয়ে গড়ে উঠবেন তখন এমিনিতেই ইনকাম শুরু হবে।

#07 Do Not Want To Invest In Themselves

আপনি যদি এমন হয় মাসের পর মাস বা বছরের পর বছর ধরে চেষ্টা করছেন অনলাইনে ইনকাম করার জন্য কিন্তু এখনো পারছেন না তার মানে হয়তো আপনি অনলাইনে ইনকাম শুরু হওয়ার পুরো প্রসেস এখনো বুঝতে পারেন নি।

আপনি হয়তো জানেন Rh Tech ডাটা এন্ট্রি ও লিড জেরেশন নিয়ে ফ্রি কোর্স এবং প্রিমিয়াম কোর্স রয়েছে। অনেকেই কোর্সে অংশগ্রহণ করেছে সবাই কি সফল হতে পেরেছে?

উত্তরঃ সবাই সফল হতে পারেনি

আপনি একটি কোর্সে জয়েন করলেই যে সফল হয়ে যাবেন ব্যাপারটা এমন না। উপরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম কোন একটি সমস্যা যদি আপনার মাঝে থাকে তাহলে কোর্স করেও আপনি ভালো করতে পারবেন না।

সকল সমস্যাগুলোর সমাধান করতে হবে তাহলেই আপনি অনলাইনে ক্যারিয়ার গড়তে পারবেন। একই কোর্স করে একজন কাজ পাচ্ছে আরেকজন পাচ্ছে না তার মানে আপনি সফল হবেন কিনা সেটা অনেকটাই নির্ভর করবে আপনার পরিশ্রমের উপর। কোন কোর্সে জয়েন করার পর যদি আপনি প্রপারলি প্র্যাকটিস না করেন বা গাইডলাইন যদি ফলো না করেন তাহলে ঐ কোর্স আপনার জীবনে কোন কাজেই লাগবে না।

আপনাকে অবশ্যই সময় ইনভেস্ট করতে হবে প্রপারলি স্কিল্ড হওয়ার জন্য। যদি সেটা না করেন কোনভাবেই অনলাইনে উপার্জন করতে পারবেন না। প্রপারলি স্কিল্ড হওয়ার জন্য আপনাকে ইনভেস্ট করার প্রয়োজন হতে পারে।

সমাধানঃ

কোন প্রিমিয়াম কোর্সে ইনভেস্ট করার পূর্বে অবশ্যই আপনার কোর্স ইন্সট্রাক্টর এর সেই কাজ শেখানোর মতো যোগ্যতা রয়েছে কিনা সেটা যাচাই করে নিবেন।

আমি নিজে গুগল এবং ইউটিউব ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে অনেক কিছু শিখি। আবার টাকা পয়সা ইনভেস্ট করেও শিখি যেন আমি আমার স্কিল ইম্প্রুভ করে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি এবং সেই স্কিল ব্যবহার করে ভবিষ্যতে যেন আরও বেশী উপার্জন করা সম্ভব হয়।

নিজের স্কিল ইম্প্রুভ করার জন্য ইনভেস্ট করার প্রয়োজন হলে সাধ্য অনুযায়ী করার চেষ্টা করবেন কারন অনলাইনে ফ্রিতে সবকিছু পাওয়া সম্ভব নয়।

অনলাইনে ক্যারিয়ার গড়া এবং টিকে থাকার জন্য প্রতিনিয়ত আমাদের নতুন নতুন বিষয় শেখার প্রয়োজন হয়। যেখানে যখন শেখার সুযোগ পাবেন সেটা কাজে লাগাবেন যত বেশী শিখবেন ততো বেশী সম্ভাবনা থাকবে ভালো করার। শুধু শিখলে হবে না পাশাপাশি খেয়াল রাখতে হবে শেখার পর সেই স্কিল আপনি প্রপারলি কাজে লাগাতে পারছেন কিনা।

# Final Thoughts

অনলাইন থেকে টাকা পয়সা ইনকাম করা সম্ভব যদি আপনি সঠিকভাবে চেষ্টা করেন। নিয়মিত ধৈর্য ধরে পরিশ্রম যদি করতে পারেন সফলতা আপনার জীবনে অবশ্যই আসবে। এখন আপনি যে অবস্থানে রয়েছেন সেই অবস্থান থেকেই আমি নিয়মিত পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ারে পরিবর্তন নিয়ে আসতে পেরেছি। আপনি প্রপারলি চেষ্টা করলে আপনিও পারবেন সময়ের ব্যাপার মাত্র।

আপনি আজকে শুরু করলে হয়তোবা ১ বা ২ বছর পর আপনার ক্যারিয়ার বা লাইফস্টাইলে পরিবর্তন আসতে পারে। আপনি এখন যে অবস্থানে রয়েছেন সেখান থেকে ইম্প্রুভ করার জন্য যদি চেষ্টা না করেন তাহলে আপনার জীবনের মূল্যবান যে সময় সেটা চলে যাবে কিন্তু ক্যারিয়ার বা লাইফস্টাইলে কোন পরিবর্তন আসবে না।

আশা করছি পুরো পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে এবং উপকৃত হয়েছেন। আপনার যদি ভালো লাগে বা উপকারে আসে তাহলেই কষ্ট করে সময় নিয়ে লেখাটা সার্থক হবে।

যে কারণগুলো এখানে শেয়ার করেছি একই কারনে যদি আপনি অনলাইনে ক্যারিয়ার গড়তে বাঁধার সম্মুখীন হয়ে থাকেন তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আরও ভালো সমাধান যদি আপনার জানা থাকে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন।

পোস্টটি পড়ে ভালো লাগলে এবং উপকৃত হলে অবশ্যই পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন মানুষ অনলাইন ক্যারিয়ার গড়ার জন্য সঠিক গাইডলাইন খুঁজে পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *