How to Start Freelancing ~ Bangla
একদম নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করতে পারেন (how to start freelancing bangla), এই নিয়ে একদম প্রাক্টিক্যালি বলে দিবো এই আর্টিক্যালে। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন ভাবছেন কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন তাহলে প্রথমেই এমন কিছু স্কিল আপনাকে শিখে নিতে হবে যা মার্কেটপ্লেস এ পাওয়া যায়। একটি নির্দিষ্ট স্কিল শিখে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ডেমু প্রজেক্ট বেশি বেশি প্র্যাক্টিস করতে হবে যা আপনাকে রিয়েল প্রজেক্টে কাজ করতে উপযোগী হিসেবে গড়ে তুলবে।
যখন আপনার একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা হবে, তখনই আপনাকে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস যেমন- Fiverr.com, Upwork.com, Freelancer.com ইত্যাদিতে একাউন্ট খুলে জব পোস্ট গুলোতে এপ্ল্যায় করতে হবে, আপনি যদি বিড বা ক্লায়েন্টের সাথে কথা বলে বুঝাতে সামর্থ হোন তাহলে আপনি নিয়োগ পেতে পারেন।
প্রক্রিয়াটি খুব সজজেই বর্ণনা করে ফেললাম কিন্তু এটি শিখতে অনেক ধৈর্য ও প্রস্তুতির প্রয়োজন এবং নবাস্তবায়ন করতে হলে প্রচুর অনুশীলন করতে হবে।
আপনি হয়তো অন্যদের তুলনায় দ্রুত সাফল্য পেতে যাচ্ছেন, কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে মনে রাখতে হবে- একটি বিষয়ে আপনি খুবই দক্ষতা অর্জন করলেন কিন্তু আপনাকে প্রথম অর্ডার পেতে অনেক সময় অপেক্ষা করতে হতে পারে। আমি অনেক নতুনদেরকে দেখেছি প্রথম অর্ডার পেতে ৬ মাস অপেক্ষা করতে হয়েছে আবার অনেকেই প্রথম মাসেই অর্ডার পেয়ে গেছেন।
তাই ফ্রিল্যান্সিং এ প্রথমেই আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে।
কিভাবে শুরু করবেন?
ফ্রিল্যান্সিং এ অনেক কাজের ক্ষেত্র রয়েছে যা দিয়ে আপনি শুরু করতে পারেন। আপনি একজন ওয়েব ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, ডিজিটাল মার্কেটার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন।
কিন্তু আমি ২০১৩ সাল থেকে ফ্রিল্যান্সার হিসাবে ক্লায়েন্টদের ভার্চুয়াল এসিস্টেন্ট হিসেবে কাজ করে আসছি। আমি Upwork, Fiverr এর মাধ্যমে আমার ক্লায়েন্টদের ডাটা এন্ট্রি, এবং অ্যাডমিন সাপোর্টের কাজ এবং বেশিরভাগ ব্যক্তিগত চুক্তিতে সহায়তা দিয়ে আসছি।
তাই এখানে আমি আপনাকে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে শুরু করার কিছু নির্দেশিকা দিতে পারি।
একজন ফ্রিল্যান্স ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে শুরু করতে, একেবারে প্রথম পর্যায়ে- ফ্রিল্যান্স মার্কেটপ্লেস গুলিতে ডাটা এন্ট্রি কাজের ধরন সম্পর্কে আপনার কিছু জ্ঞান এবং ধারণা থাকতে হবে।
আপনি Upwork-এর ডাটা এন্ট্রি কাজের জব পোস্টগুলি দেখতে পারেন-
শুধুমাত্র Upwork এ নয়, আপনি একই প্রক্রিয়া অনুসরণ করতে পারেন Fiverr এবং Freelancer.com-এ ডাটা এন্ট্রি কাজ সম্পর্কে জানতে। নিচের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন Fiverr-এ ফ্রিল্যান্সার হিসাবে কী কী ডাটা এন্ট্রি কাজ করছে এবং অর্থ উপার্জন করছে!
এই দুটি ভিডিও এর মাধ্যমে আপনি জানতে পারলেন কিভাবে আপওয়ার্ক ও ফাইভারে ডাটা এন্ট্রি কাজ খুজতে হয়। ডাটা কাজ সম্পর্কে জ্ঞান ও কিছু ডেমু প্রজেক্টে অভিজ্ঞতা অর্জনের পর আপনাকে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস গুলোর Terms and Conditions, কাজ শুরু করার প্রক্রিয়া, পেমেন্ট পাওয়ার প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে জানতে হবে।