rhtech
How to start freelancing bangla



How to Start Freelancing ~ Bangla

একদম নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করতে পারেন (how to start freelancing bangla), এই নিয়ে একদম প্রাক্টিক্যালি বলে দিবো এই আর্টিক্যালে। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন ভাবছেন কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন তাহলে প্রথমেই এমন কিছু স্কিল আপনাকে শিখে নিতে হবে যা মার্কেটপ্লেস এ পাওয়া যায়। একটি নির্দিষ্ট স্কিল শিখে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ডেমু প্রজেক্ট বেশি বেশি প্র্যাক্টিস করতে হবে যা আপনাকে রিয়েল প্রজেক্টে কাজ করতে উপযোগী হিসেবে গড়ে তুলবে।

যখন আপনার একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা হবে, তখনই আপনাকে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস যেমন- Fiverr.com, Upwork.com, Freelancer.com ইত্যাদিতে একাউন্ট খুলে জব পোস্ট গুলোতে এপ্ল্যায় করতে হবে, আপনি যদি বিড বা ক্লায়েন্টের সাথে কথা বলে বুঝাতে সামর্থ হোন তাহলে আপনি নিয়োগ পেতে পারেন।

প্রক্রিয়াটি খুব সজজেই বর্ণনা করে ফেললাম কিন্তু এটি শিখতে অনেক ধৈর্য ও প্রস্তুতির প্রয়োজন এবং নবাস্তবায়ন করতে হলে প্রচুর অনুশীলন করতে হবে।

আপনি হয়তো অন্যদের তুলনায় দ্রুত সাফল্য পেতে যাচ্ছেন, কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে মনে রাখতে হবে- একটি বিষয়ে আপনি খুবই দক্ষতা অর্জন করলেন কিন্তু আপনাকে প্রথম অর্ডার পেতে অনেক সময় অপেক্ষা করতে হতে পারে। আমি অনেক নতুনদেরকে দেখেছি প্রথম অর্ডার পেতে ৬ মাস অপেক্ষা করতে হয়েছে আবার অনেকেই প্রথম মাসেই অর্ডার পেয়ে গেছেন।

তাই ফ্রিল্যান্সিং এ প্রথমেই আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে।

কিভাবে শুরু করবেন?

ফ্রিল্যান্সিং এ অনেক কাজের ক্ষেত্র রয়েছে যা দিয়ে আপনি শুরু করতে পারেন। আপনি একজন ওয়েব ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, ডিজিটাল মার্কেটার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন।

কিন্তু আমি ২০১৩ সাল থেকে ফ্রিল্যান্সার হিসাবে ক্লায়েন্টদের ভার্চুয়াল এসিস্টেন্ট হিসেবে কাজ করে আসছি। আমি Upwork, Fiverr এর মাধ্যমে আমার ক্লায়েন্টদের ডাটা এন্ট্রি, এবং অ্যাডমিন সাপোর্টের কাজ এবং বেশিরভাগ ব্যক্তিগত চুক্তিতে সহায়তা দিয়ে আসছি।

তাই এখানে আমি আপনাকে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে শুরু করার কিছু নির্দেশিকা দিতে পারি।

একজন ফ্রিল্যান্স ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে শুরু করতে, একেবারে প্রথম পর্যায়ে- ফ্রিল্যান্স মার্কেটপ্লেস গুলিতে ডাটা এন্ট্রি কাজের ধরন সম্পর্কে আপনার কিছু জ্ঞান এবং ধারণা থাকতে হবে।

আপনি Upwork-এর ডাটা এন্ট্রি কাজের জব পোস্টগুলি দেখতে পারেন-

 

শুধুমাত্র Upwork এ নয়, আপনি একই প্রক্রিয়া অনুসরণ করতে পারেন Fiverr এবং Freelancer.com-এ ডাটা এন্ট্রি কাজ সম্পর্কে জানতে। নিচের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন Fiverr-এ ফ্রিল্যান্সার হিসাবে কী কী ডাটা এন্ট্রি কাজ করছে এবং অর্থ উপার্জন করছে!

এই দুটি ভিডিও এর মাধ্যমে আপনি জানতে পারলেন কিভাবে আপওয়ার্ক ও ফাইভারে ডাটা এন্ট্রি কাজ খুজতে হয়। ডাটা কাজ সম্পর্কে জ্ঞান ও কিছু ডেমু প্রজেক্টে অভিজ্ঞতা অর্জনের পর আপনাকে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস গুলোর Terms and Conditions, কাজ শুরু করার প্রক্রিয়া, পেমেন্ট পাওয়ার প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে জানতে হবে।

 

আপওয়ার্কে আপনি ক্লায়েন্টের জব পোস্টে আবেদন করবেন আর ফাইভারে আপনাকে গিগ দিতে হবে যেখানে আপনি আপনার এক্সপারটাইজ গুলো বর্ণনা করে দিবেন। ক্লায়েন্টদের পছন্দ হলে আপনাকে কয়েকটি ডাটা উদাহরন স্বরুপ বের করে দিতে হতে পারে। তার পর আপনাকে অর্ডার করবে এবং নির্দিষ্ট দিন বা সময়ের মধ্যে আপনাকে কাজ ডেলিভারি করতে হবে।

ফ্রিল্যান্সিং কাজ গুলো মূলত এভাবেই সম্পাদন হয়ে থাকে।

 

সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল প্রক্রিয়াটি শেখা, আপনার দক্ষতা তৈরি করা এবং অভিজ্ঞতা অর্জন করা।

যখন আপনার দক্ষতা থাকবে – আপনি যতক্ষণ আপনার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন ততক্ষণ আপনি সফলতা পাবেন।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উওরঃ

 

১। নতুনদের জন্য সেরা মার্কেটপ্লেস কোনটি যেটি দিয়ে শুরু করা যায়?

ফাইভার! – সংক্ষিপ্ত এবং সম্পূর্ণ উত্তর!

ডাটা এন্ট্রি জবস সম্পর্কে জানার পরে, কীভাবে Fiverr-এ ফ্রিল্যান্স প্রোফাইল তৈরি করতে হয়, কীভাবে একটি গিগ সেটআপ করতে হয় এবং Fiverr-এ পেমেন্ট প্রসেস ভিডিওগুলি দেখার পরামর্শ দেব।

Fiverr এ কিভাবে প্রোফাইল তৈরি করবেন ধাপে ধাপে?

উপরের ভিডিও থেকে, আপনি শিখতে পারবেন – কিভাবে Fiverr এ ফ্রিল্যান্স সেলার অ্যাকাউন্ট তৈরি এবং সেটআপ করবেন। Fiverr-এ আপনার প্রোফাইল তৈরি করার পরে, আপনাকে আপনার পেশাদার দক্ষতা বা ফ্রিল্যান্সার হিসাবে আপনি সার্ভিস দিতে চান তা প্রদর্শনের জন্য গিগ তৈরি করতে হবে! একটি গিগ তৈরি করা শুরু করার জন্য, গিগ থাম্বনেইল প্রয়োজন, যাতে সম্ভাব্য ক্লায়েন্টরা থাম্বনেইলটি এক নজরে দেখে আপনি যে সার্ভিস প্রদান করেন সে সম্পর্কে কিছু ধারণা পেতে পারেন! তাহলে… কিভাবে আপনি আপনার গিগের জন্য একটি সুন্দর, আকর্ষণীয় থাম্বনেইল ইমেজ তৈরি করতে পারেন?

 

আপনার যদি গ্রাফিক ডিজাইনের দক্ষতা না থাকে তাহলে ক্যানভা নামে একটি বিনামূল্যের গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন, যেখানে আপনি বিনামূল্যে একটি অ্যাকাউন্ট সেটআপ করতে পারেন এবং তারপরে গিগ থাম্বনেলের জন্য সুন্দর ডিজাইন করতে সক্ষম হবেন। উপরের ভিডিও টিউটোরিয়াল থেকে, আপনি সুন্দর ছবি ডিজাইন করার প্রক্রিয়া শিখতে পারেন এবং ফ্রি’তে ডাউনলোড করে ব্যবহার করবেন তা শিখে নিতে পারেন। এখন, আমরা গিগ/সার্ভিস আইডিয়া পেয়েছি, আমরা ব্যবহার করার জন্য ইমেজ পেয়েছি এবং ফাইভারে একটি গিগ সঠিকভাবে সেটআপ করার সময় এসেছে – যাতে ক্লায়েন্টরা আমাদের ফাইভারে খুঁজে পায়।

 

উপরের ভিডিও থেকে, আপনি একটি সম্পূর্ণ GIG কিভাবে SEO ফ্রেন্ডলি করে তৈরি করতে হয় তা শিখে যাবেন – যার ফলে ক্লায়েনরা সহজেই আপনাকে ফাইভারে খুজে পাবে। গিগ পাবলিশ করার পর আপনার প্রথম কাজ হচ্ছে নিয়মিত অনলাইনে একটিভ থাকা, যা গিগের র‍্যাংক পেতে অনেক সাহায্য করবে। ক্লায়েন্ট যখন আপনাকে অনলাইনে একতিভ পাবে আপনার সার্ভিস পছন্দ হলে আপনাকে মেসেজ করবে, আপনাকে অবশ্যই খুব দ্রুত উত্তর দিতে হবে না হলে ক্লায়েন্ট অন্য সেলারকে নক করে কাজ দিয়ে দিবে।

মনে রাখবেন ক্লায়েন্টরা সব সময় একজন দক্ষ ও সময়ের প্রতি যত্নবান এমন ফ্রিল্যান্সারদেরকে বেশি পছন্দ করেন বা কাজ দিয়ে থাকেন।

এবার চলুন জেনে নিই-

১। Fiverr-এ কিভাবে কার্যকর বায়ার রিকোয়েস্ট পাঠাবেন?

২। কিভাবে আপনি Fiverr এ দ্রুত অর্ডার পেতে পারেন?

৩। ফাইভারে আপনার ক্লায়েন্টকে কীভাবে কাজ জমা দিবেন? এবং

৪। Fiverr রিভিও কিভাবে কাজ করে?

 

এগুলো সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের ফাইভার কোর্স এই প্লেলিস্ট দেখে নিন। এখনি সময় পদক্ষেপ নেওয়ার, শেখার, বাস্তবায়ন করার এবং ফলাফল পাওয়ার । আমার অনেক ছাত্র ইতিমধ্যে সফল, তাদের মধ্যে অনেকেই Upwork ও Fiverr-এ টপ রেটেড ফ্রিল্যান্সার এবং দুর্দান্ত কাজ করছে। 😊😍 আপনি যদি দৃঢ়প্রতিজ্ঞ হন এবং আপনার কাছে সমস্ত রিসোর্স থাকা অবস্থায় কেন আপনি একজন সফল ফ্রিল্যান্সার হয়ে উঠবেন না?

কমেন্টে জানাবেন আপনার মতামত আর এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।

–Rh Rasel, CEO & Founde

 

Comments:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *